Home অন্যান্য নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা

নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়ন ও পরবর্তী করনীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও জানো প্রকল্প আয়োজিত রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা কমিটির সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আবু হেনা মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসাবে নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির এর সভাপতি সফিকুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফ্ধসঢ়;ফার, জেলা প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি, জানো প্রকল্পের মাল্টি সেক্টোরাল পরিচালক গোলাম রাব্বানি, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার রেজওয়ানুর রহমান, ফোরামের সহ-সভাপতি আবু মুসা মাহামুদুল হক, সাংবাদিক মর্তুজা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী