386
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নাভারণ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাভারন প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোখলেসুর রহমান কাঁকন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টু,বেনাপোল পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাব্বিসহ আরো অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১০৫ জন অসহায়, দুঃস্থ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা উত্তর বুরুজবাগান গ্রামের বাদলী, বারিপোতা গ্রামের ফাতেমা খাতুন ও ফরেস্টার পাড়ার আনোয়ারা খাতুন বলেন, প্রচন্ড শীতে আমরা কষ্ট পাচ্ছিলাম, আমাদেরকে কম্বল দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের সাধুবাদ জানাই।
নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান বলেন, এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের জন্য সামান্য কিছু করতে পেরে আমরা ধন্য সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে এবং অসহায়, দুস্থ, গরিব-দুঃখীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই প্রচন্ড শীতে তারা কিছুটা কষ্ট থেকে লাঘব পাবে।
বিপি/টিআই