Home বাংলাদেশঢাকা খোলা ট্রাকে করে ঢাকায় বালু-সিমেন্ট বহন করলে জরিমানা:পরিবেশমন্ত্রী

খোলা ট্রাকে করে ঢাকায় বালু-সিমেন্ট বহন করলে জরিমানা:পরিবেশমন্ত্রী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, রাজধানী ঢাকায় এখন থেকে কেউ খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে না ঢেকে নতুন ভবন নির্মাণ করলেই তিনগুণ জরিমানা দিতে হবে। বায়ূ দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলো না। যারা বায়ূ দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বায়ূ দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীব বৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী