Home বিনোদন ২০ মিলিয়ন ভিউ ট্রেলার প্রকাশের দুই দিনে

২০ মিলিয়ন ভিউ ট্রেলার প্রকাশের দুই দিনে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ২০১৯ সালে মুক্তি পেয়েছিল হলিউড চলচ্চিত্র ‘জোকার’। টড ফিলিপস পরিচালিত সিনেমাটিতে ‘আর্থার ফ্লেক’ নামে ব্যর্থ কমেডিয়ানের চরিত্র দাপুটে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছিলেন হোয়াকিন ফিনিক্স। সারা ফেলা সেই সিনেমার সিকুয়েল ‘জোকার-২’। সিনেমাটিতে ফিনিক্সের বিপরীতে হার্লি কুইনের চরিত্রে দেখা যাবে মার্কিন গায়িকা লেডি গাগাকে।

জোকার রিলিসের পর থেকেই এর সিকুয়েলের জন্য যেন রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শকরাও। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১০ এপ্রিল) প্রকাশ্যে এসেছে ‘জোকার-২’ সিনেমাটির ট্রেলার। মুক্তির দু’দিনেই যা আবারও সাড়া ফেলেছে দর্শকহৃদয়ে।

ইউটিউবে মুক্তির পর শুক্রবার (১২ এপ্রিল) পর্যন্ত ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ২০ মিলিয়ন। সিনেমার ট্রেলারেই ফিনিক্স ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে। এতে দর্শকরাও মুগ্ধ হয়ে ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। কেউ কেউ জোকার সিনেমার দৃশ্যের লিপস্টিক মাখানো হোয়াকিন ফিনিক্সের সেই হাসি ও সেরা অভিনয়ের কথাও লিখেছেন মন্তব্যের ঘরে।

এর আগে সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্সের সবচেয়ে বড় সাফল্য পাওয়া ‘বার্বি’ সিনেমার ট্রেলারকেও ছাড়িয়ে যায় ‘জোকার ২’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিয়নবারের বেশি এটি দেখা হয়েছে। এমনকি প্রকাশের দিনই ট্রেলারটি ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে অবস্থান করছিল।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। হোয়াকিন ফিনিক্সের ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে সিনেমাটিতে সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা তুলে ধরা হয়।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী