বাংলাপ্রেস ডেস্ক: হজ ভিসা ইস্যুর মেয়াদ আগামী ১১ মে পর্যন্ত বৃদ্ধি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব)।
এদিকে গত ৪ মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়। তবে অধিকাংশ এজেন্সি (২০৪টি) এখনো পর্যন্ত হজযাত্রীর জন্য ভিসা প্রসেস শুরুই করেনি, যা হজযাত্রীদের হজে গমনে অনিশ্চয়তা দেখা দেয়। এমন বাস্তবতায় হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ালো সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ভিসা আবেদনে বিলম্ব সম্পর্কে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেন, এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব। তাই সবকিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিপি/টিআই