রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর জুয়েলার্স সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা । ৩০ জুনের নির্বাচনের কার্যক্রম অস্থায়ী নিষেধাজ্ঞা সহ অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞার আদেশ দেন মাননীয় আদালত ।
সূএে জানাযায় জুয়েলার্স অ্যাসোসিয়েশন সৈয়দপুর উপজেলা শাখার নির্বাচন স্থগিতের আদেশ চেয়ে ব্যবসায়ী মোঃ শাহিন নীলফামারী জেলা আদালতে ২৭ জুন একটি আবেদন করেন । এতে বিবাদী করা হয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরমান হোসেন বাদশা সহ সাতজনকে । এই নির্বাচনে বেশকিছু অনিয়ম উল্লেখ করে আবেদনটির শোনোনিতে অংশ নেন নীলফামারী জজ কোর্টের অ্যাডভোকেট এম গোলাম রব্বানী ।
এসোসিয়েশনের কয়েকজন বৈধ সদস্যর ভোটার তালিকায় নাম না থাকায় এবং অবৈধ ভাবে আশিক হোসেনকে সদস্য করে নিবা’াচনে অংশ নেয়ায় নিবা’চন পরিচালনা কমিটির সেচ্চাচারিতার অভিযোগ তুলে আদালতে মামলা করেন শাহীন। আদালতের আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত আদেশ দেন।
বিপি/কেজে