Home বাংলাদেশ ডিবি হারুনের বদলির কারণ কি শুধুই ভাতের হোটেল না অন্য কিছু?

ডিবি হারুনের বদলির কারণ কি শুধুই ভাতের হোটেল না অন্য কিছু?

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: তিনি আলোচনায় ছিলেন অনেক আগে থেকেই। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন। সর্বশেষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ‘ভাতের হোটেল’ নিয়ে আলোচনায় আসেন ডিআইজি মোহাম্মদ হারুন অর রশিদ। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আলোচনায় আসেন কথিত সেই ভাতের হোটেল নিয়ে।
বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখার বিষয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে উচ্চ আদালতও উষ্মা প্রকাশ করেন। তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয় খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের রূদ্ধদ্বার বৈঠকেও। অবশেষে তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
সংশ্লিষ্টরা জানান, ডিবি হারুন হিসেবে পরিচিত মোহাম্মদ হারুন অর রশিদ বিসিএস পুলিশের ২০ ব্যাচের একজন কর্মকর্তা। কিশোরগঞ্জের বাসিন্দা হারুন প্রথম আলোচনায় আসেন ডিএমপির তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময়। ২০১১ সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে সংসদ ভবন এলাকায় মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সেসময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপরেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন বর্তমানে ডিআইজি পদমর্যাদার হারুন অর রশিদ।
সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে দেশের গুরুত্বপূর্ণ দুই জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন তিনি। সেসময়ও নানা কারণে আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে গাজীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন আগে তৎকালীন এসপি হারুনকে প্রত্যাহার করার আদেশ দেয় নির্বাচন কমিশন। যদিও পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও তাকে গাজীপুরের এসপি হিসেবে পদায়ন করে।
সংশ্লিষ্টরা জানান, গাজীপুর থেকে ডিএমপি হয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান হারুন। নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সঙ্গে বিরোধ তৈরি হয় তার। এর জের ধরে শওকত আজিজের গাড়ি ও গাড়িচালককে আটক ও একদিন পর স্ত্রী-সন্তানকে আটক করেন তিনি। পরে গাড়ি থেকে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের দাবি করেন হারুন। কিন্তু শওকত আজিজ রাসেলের বাসার সিসিটিভি ফুটেজে বাসা থেকে ধরে নেওয়ার বিষয়টি প্রচার হলে বিপাকে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ২০১৯ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি হারুনকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় বদলি করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে ডিবি উত্তর এবং সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হারুন। এর এক বছরের মধ্যেই ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবির দায়িত্ব দেওয়া হয় তাকে। এরপর থেকেই ডিবিতে কথিত সেই ‘ভাতের হোটেল’ চালু করে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবিতে দায়িত্ব পালনের সময় রবীন্দ্রসঙ্গীত বিকৃত সুরে গাওয়ার অভিযোগে হিরো আলমকে আটক করেও বিতর্কের জন্ম দেন তিনি। হিরো আলমকে আটকের ঘটনাটি সেসময় বিদেশি মিডিয়াতেও ফলাও করে প্রচার হয়। সেসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হারুনের কর্মকাণ্ডে বিব্রত হয়েছেন।
তবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে সড়কে পিটিয়ে আহত করার পর তাকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবিতে এনে ভাত খাইয়ে তা প্রচার করে নতুন করে আলোচনায় আসেন হারুন। এছাড়া তার কাছে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন পর্যায়ের তারকাদেরও ভাত খাইয়ে তা প্রচার করতেন তিনি নিজেই। এমনকি টিক-টকার ও ব্লগারদের অনেককেই তার কার্যালয়ে তাকে নিয়ে ব্লগ বানাতে দেখা গেছে। এসব কারণে সারাদেশে হারুনের ‘ভাতের হোটেল’ নামটি পরিচিত হয়ে ওঠে।

তার এসব কর্মকাণ্ডে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাই বিব্রত বোধ করতেন। কিন্তু হারুনের প্রভাবের কারণে মুখ ফুটে কেউ কোনও মন্তব্য করতে চাননি কখনও।
ডিবির একটি সূত্র জানায়, সর্বশেষ আলোচিত এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনকারী কর্মকর্তাকেও ডিবি থেকে সরিয়ে দেওয়ায় তার ইন্ধন রয়েছে। ডিবিতে যেসব কর্মকর্তারা তার কাছে নিয়মিত হাজিরা না দিতেন তাদের তিনি অপছন্দ করতেন।
ডিবির একটি সূত্র জানায়, সরকারের বিশেষ আনুকূল্য পাওয়ার জন্য হারুনের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে আনা হয়। আইন অনুযায়ী তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে কথিত নিরাপত্তা দেওয়ার নামে তাদের ডিবি হেফাজতে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও করে তা প্রচার করা হয়। এছাড়া হারুন তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছয় সমন্বয়কের সঙ্গে দুপুরের খাবারের একটি ছবিও প্রকাশ করেন। এ নিয়েই শুরু হয় সমালোচনা।
এক রিটের শুনানিতে উচ্চ আদালত বলেন, ‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে ধরেন, খাবার টেবিলে বসিয়ে দেন’। উচ্চ আদালতের এই মন্তব্যের পর হারুনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তী ক্ষুণ্ন হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন ১৪ দলীয় জোটের নেতারা। এরপরই তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
বদলির বিষয়ে জানতে চাইলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে ডিবি থেকে সরানো হলো।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী