বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ঘনীভূত। এই সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনকে ‘অপ্রিয় এবং স্বৈরাচারী’ বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সকালে রেডিও গাউচাকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা ভেনেজুয়েলার বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ভেনেজুয়েলা এখন ‘একটি খুবই অপ্রিয় শাসন ব্যবস্থার অধীনে রয়েছে’। তবে তিনি এটিকে সম্পূর্ণ স্বৈরাচারী সরকার হিসেবে মনে করেন না।
লুলা উল্লেখ করেন, মাদুরো তৃতীয় মেয়াদে নির্বাচনে জয়লাভের দাবি করলেও এখনও কোনো প্রমাণ দেননি। অন্যদিকে, তার প্রতিপক্ষ এডমুন্ডো গনজালেজ নির্বাচনের ফলাফল প্রকাশ করে দাবি করেছেন, তিনিই প্রকৃত বিজয়ী।
লুলা ভেনেজুয়েলার সরকারকে ভোটের ফলাফলের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন, যাতে সত্যিকার বিজয়ী নির্ধারণ করা যায়।
লুলার এই মন্তব্যগুলো মাদুরোকে বিরক্ত করতে পারে।
বিপি/টিআই