Home আন্তর্জাতিক ডেমোক্র্যাট হয়েও ট্রাম্পকে সমর্থন দিলেন রবার্ট কেনেডি জুনিয়র

ডেমোক্র্যাট হয়েও ট্রাম্পকে সমর্থন দিলেন রবার্ট কেনেডি জুনিয়র

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: নিজে ডেমোক্র্যাট হয়েও রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। গতকাল শুক্রবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
৭০ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘ সময় ধরে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে আমার জয়লাভের কোনো বাস্তব সম্ভাবনা আছে বলে আমি আর মনে করি না।’
মার্কিন এই রাজনীতিবিদ কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। ডেমেক্রেটিক পার্টি তাঁকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার কারণে তিনি এই সমালোচনা করেন। কারণ তাঁকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এ ছাড়া সাবেক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে কেনেডি বলেন, ‘এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।’
এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় চটেছেন তার বোন কেরি কেনেডি। এক্স হ্যান্ডলে এই মানবাধিকারকর্মী লিখেছেন, ‘আমাদের ভাই ট্রাম্পকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এর মধ্য দিয়ে একটি বেদনাদায়ক গল্প আরও বেদনাদায়ক হলো।’
প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন দেবেন রবার্ট এফ কেনেডি জুনিয়রপ্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন দেবেন রবার্ট এফ কেনেডি জুনিয়র
কেনেডির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই সিদ্ধান্তকে অভূতপূর্ব ও উজ্জ্বল বলে মন্তব্য করেছেন। এ ছাড়া অ্যারিজোনার গ্লানডেলে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প কেনেডিকে মঞ্চে ডেকে নেন।
ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি কেনেডির সমর্থকদের ভোট ডেমোক্রেটের ব্যালটে টানতে সমর্থ হবেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সিনিয়র উপদেষ্টা মেরি বেথ কাহিল এক বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প এমন কোনো অনুমোদন পাচ্ছেন না, যা সমর্থন তৈরিতে সাহায্য করবে। তিনি একজন ব্যর্থ প্রার্থীর লাগেজ টানতে যাচ্ছেন।’

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী