বাংলাপ্রেস ডেস্ক: পাভেল দুরভ একজন বিলিনিয়র ফাউন্ডার এবং জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নিবার্হী (সিইও)। শনিবার (২৪ আগস্ট) তাকে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিএফ১ এবং বিএফএম টেভিলিশন। খবর রয়টার্স
এই দুই টেলিভিশন টেলিগ্রামের ত্রুটি নিয়ে তদন্ত করছে এবং ফ্রান্সে পুলিশ জানিয়েছে, টেলিগ্রামে বাঁধাহীনভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আদান প্রদান করা হয়।
এদিকে পাভেল দুরভ গ্রেপ্তারের বিষয়ে রয়টার্সে পক্ষ থেকে জানতে চাওয়া হলে তাতে সাড়া দেয়নি টেলিগ্রাম। এছাড়া ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পদক্ষেপ নেয়ার জন্য তারা পরিস্থিতি স্পষ্ট হওয়ার চেষ্টা করছে এবং পশ্চিমা এনজিও তাকে মুক্তির জন্য কাজ করবে কিনা তা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।
৩৯ বছর বয়সী দুরভ রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মালিক ও প্রতিষ্ঠাতা। জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। টেলিগ্রামের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে নিয়ে যাওয়া।
রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলাতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। এছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মস্কো এবং কিয়েভের নেতারা এটি ব্যাপক হারে ব্যবহার করছে। কিছু বিশ্লেষক একে ‘ভার্চ্যুয়াল যুদ্ধক্ষেত্র’ হিসেবে অভিহিত করেছেন।
বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে দুরভকে একজন বিলিনিয়র হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তিনি ১৫.৫ মিলিয়ন ডলারে মালিক। ২০১৪ সালে রুশ সরকার তার (দুরভ) তৈরিকৃত ‘ভিকন্টাকি’ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে বিরোধীদের যোগাযোগ বন্ধ রাখার জন্য চাপ দেয়। কিন্তু এতে তিনি রাজি হয়নি। যদিও পরবর্তীতে ভিকন্টাকি নামের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি বিক্রি করে দেন এবং রাশিয়া থেকে চলে যান।
রাশিয়া এবং ফ্রান্সের সংবাদমাধ্যমের খবরে বলা হয় ২০২১ সালে পাভেল দুরভ ফ্রান্সের নাগরিকত্ব নিয়েছেন। যদিও তিনি তার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপটি ২০১৭ সাল থেকে দুবাইতে বসে পরিচালনা করছেন।
গত এপ্রিলে মার্কিন সাংবাদিক ট্রুকার কার্লসনকে দেয়া সাক্ষাতকারে দুরভ বলেন, কারো নির্দেশনা মেনে কাজ করার চেয়ে নিজের মতো কাজ করা অধিক গুরুত্ব মনে করি। এজন্য রাশিয়া থেকে বের হয়েছি। তিনি তার প্রতিষ্ঠান টেলিগ্রামের জন্য বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর এবং সান ফ্রান্সিস্কো জায়গা খুঁজছেন বলে জানান।
বিপি/টিআই