Home রাজনীতিআওয়ামী-লীগ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রাজশাহী প্রতিনিধি : সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ ৩৯ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫০ জনকেও আসামী করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীর বাঘা পৌর বিএনপির আহবায়ক মুখলেছুর রহমান মুকুল বাদি হয়ে বাঘা থানায় এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৩ আগস্ট আসামীরা অস্ত্রসহ এসে বাদির কাছে ১০ লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

তিনি দাবি করেন, তারা চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পালানোর আগে মুখলেছুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করলে মেরে ফেলার হুমকিও দেয়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক মামলার দায়েরের বিষয়ে নিশ্চিত করে জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী