Home বিনোদন শাহরুখের অর্ধেক সম্পত্তি চান উরফি !

শাহরুখের অর্ধেক সম্পত্তি চান উরফি !

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


বাংলাপ্রেস ডেস্ক: সোশাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ। তাঁকে নিয়ে তর্ক হতে পারে, হতে বিতর্ক। তবে উপেক্ষা করার উপায় নেই। এবার শাহরুখ খানের অর্ধেক সম্পত্তি দাবি করে বসলেন সোশাল মিডিয়া স্টার। এমনই খবর শোনা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি শাহরুখের নামটি নিয়েছেন উরফি। তাঁর খ্যাতির চাহিদা কি কোনওদিন মিটবে? এই প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই উরফি বলেন, “আমার মাপকাঠি শাহরুখ খান। যেদিন আমার মনে হবে আমি আমার ফিল্ডের শাহরুখ সেদিন থামব।”এর পরই তারকার কাছে জানতে চাওয়া হয় যদি কিং খান কোনওদিন তাঁকে একটু গতি কমাতে বলেন তাহলে কী করবেন? এতেই উরফির জবাব, “শাহরুখ খান যদি তাঁর অর্ধেক সম্পত্তি দিয়ে দেন তাহলে কেন করব না? আমি তখন অবসরও নিয়ে নিতে পারব।”

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা ‘এক্স ফ্যাক্টর’ লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী