বাংলাপ্রেস ডেস্ক: সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশত্যাগের খবর প্রকাশ্যে আসার পর এ দল এবং তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দেশ ছাড়তে উঠে-পড়ে লাগেন। কেউ কেউ কেউ আবার আত্মগোপনে চলে যান। এরইমধ্যে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
আওয়ামী সরকার পতনের পর দলটির বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের খবর প্রকাশ্যে আসতে থাকে। বিশেষ করে বিরোধী মতের মানুষকে আয়নাঘরে গুমের বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে বেশি। অনেকেই বলছেন, আওয়ামী সরকার যদি ক্ষমতা থাকতো তাহলে ছাত্র আন্দোলনকে সমর্থন করা অনেক ব্যক্তিকেই গুম করে ফেলা হতো। অর্থাৎ, তাদের আশ্রয় হতো আয়নাঘরে।
এদিকে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। একমাস পূর্ণ হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, আওয়ামী সরকার টিকে গেলে আয়নাঘরে থাকার একমাস হতো। এরমধ্যে রয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসরিফ খান।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তাসরিফ খান লেখেন, ‘৩৬ জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম।’
গায়কের এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, অনেক মানুষই এখন হয়তো আয়নাঘরে থাকতেন। আবার একজন লিখেছেন, সত্যি কথাই বলছেন ভাই।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এসেছেন তাসরিফ খান। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয়ার পাশাপাশি গান ও কবিতার মাধ্যমে অনুপ্রেরণাও দিয়েছেন তিনি। এ জন্য অবশ্য হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে।
বিপি/টিআই