Home বিনোদন ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জলের কনসার্ট স্থগিত

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জলের কনসার্ট স্থগিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানি ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টটি স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আজ শুক্রবার রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। এতে অংশ নিতে পাকিস্তানি জাল ব্যান্ড এখন ঢাকায় অবস্থান করছে। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকার কথা ছিল অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।

কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

অ্যাসেন’র গণমাধ্যম মুখপাত্র শারমিন রহমান বলেন, ‘বৃষ্টির কারণেই এই স্থগিতাদেশ। সবাইকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, দুই-এক দিনের মধ্যেই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, সেটির মধ্যে এই আয়োজন করা অসম্ভব। কারণ পুরো আয়োজনটি ওপেন এয়ার। আমরা আশা করছি, সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখটি জানাতে পারবো। কারণ অলরেডি তিন দিন হলো জাল সদস্যরা ঢাকায়। অন্য ব্যান্ডগুলোও এই কনসার্টের জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন। ফলে বিলম্ব করার সুযোগ নেই।’

এই মুখপাত্র বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছেন তারা। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

টানা ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ সদস্যরা। ব্যান্ডের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী