Home বিনোদন অস্কার মনোনয়নে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’

অস্কার মনোনয়নে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) পর্বে মনোনয়নের জন্য সিনেমা পাঠানো হয় বাংলাদেশ থেকে। এবার অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়নের জন্য যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালিত এবং নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী (দ্য রেসলার)’। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে সিনেমাটি জমা দেয়া হয়।

সিনেমাটি দেখার পর মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ‘বলী’কে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। বলীর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

‘বলী’র প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। সিনেমাটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। এমনকি সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।

উল্লেখ্য, অস্কারের ৯৭তম আসর বসবে আগামী বছরের ৩ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী