Home বাংলাদেশ ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় মানববন্ধন

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন ও প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ রুহিয়া থানা শাখার উদ্যোগ রুহিয়া চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব সুফি আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য দেন, রুহিয়া ছালেহিয়া – মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেত, আটোয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খাদেমুল ইসলাম,মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, আলিমউদ্দীন ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্যে দেন।

এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার’র কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় বক্তারা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী