Home বাংলাদেশ রুহিয়ায় প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়

রুহিয়ায় প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রুহিয়া থানাধীন ২৮টি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পূজা উদযাপন কমিটির রুহিয়া ইউনিয়নে সভাপতি অশ্বিনী চন্দ্র বর্মন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠানে প্রশাসন এবং রাজনৈতিক নেতারা তৎপর রয়েছেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল রহমান বলেন, সব পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক এ মন্দিরগুলোতে টহলরত থাকবে। এছাড়া প্রশাসনের যৌথ নিরাপত্তা টিম সার্বক্ষণিক কাজ করবে। এবং একটি মনিটরিং সেল থাকবে। পূজা মণ্ডপে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী