Home আন্তর্জাতিক শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংক

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও বিশ্বের বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক থেকেও ঋণ পাচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি জে চুং মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

জুলি বলেন, মঙ্গলবার সচিবালয়ে প্রেসিডেন্টের সচিব ড. নান্দিকা সনাথ কুমানায়েকের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে কথা হয়। সেই সময় শ্রীলঙ্কার অর্থনীতিকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়।

এদিকে সোমবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক ঘোষণা করেছে, শিগগিরই শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দেবে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই ‍ঋণ দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের তদবির এবং তৎপরতার কারণে সম্ভব হয়েছে এই ঋণ প্রাপ্তি।

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে গত ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে। তিনি ক্ষমতা গ্রহণের ১৬ দিনের মধ্যে ঋণ প্রদানের এই ঘোষণা এলো বিশ্বব্যাংক থেকে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী