Home আন্তর্জাতিক উত্তর কোরিয়ায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নো কিয়ং চোল

উত্তর কোরিয়ায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নো কিয়ং চোল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল কাং সান নামের স্থলাভিষিক্ত হলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

দুই দিনব্যাপী ১৪তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) ১১তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭-৮ অক্টোবর এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং নাম ঘোষণা করা হয়। তিনি কাং সান নামের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই রদবদলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ২০১৮ সালে সিঙ্গাপুর ও ২০১৯ সালে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এসব সফরে কিমের সঙ্গী ছিলেন নো কিয়ং চোল।

আশঙ্কা করা হচ্ছিল, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে এক বৈঠকে ১৯৯১ সালে সই করা যুগান্তকারী আন্তকোরীয় চুক্তি বাতিল করতে পারে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পারেন কিম জং-উন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক থেকে এমন কোনো ঘোষণা আসেনি।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী