Home আন্তর্জাতিক ভারতে পণ্যবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

ভারতে পণ্যবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৭৫ কিলোমিটার গতিতে চলমান একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় ১২টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে ১৩৬০ জন যাত্রী ছিল। তবে এতে কোনো নিহতের খর পাওয়া যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী