Home বাংলাদেশ ঝিনাইদহে পানিতে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। তার সাথীরা তাকে না পেয়ে অনামিকার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোক ও স্থানীয়রা নদীতে এসে দেখে এর অনামিকার শরীর পানিতে ভেসে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী