Home বাংলাদেশ যশোরের শার্শায় দুই ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

যশোরের শার্শায় দুই ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় দুটি ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে,আনন্দ উল্লাস পূর্ণ এই নির্বাচন সকলের মনকে প্রফুল্লিত করেছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ও ডিহি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়।একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উলাশী ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়েছে। ডিহি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।

উলাশী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ হামিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে কদর আলী মেম্বার জয় লাভ করে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম মনি ও মোহাম্মদ রুহুল আমিন নির্বাচন অংশ নেয়।এই নির্বাচনে উলাশী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে রুহুল আমিন পেয়েছেন ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম মনি পেয়েছেন ৪৭ ভোট।

অপরদিকে ডিহি ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২২ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে মোহাম্মদ অলিয়ার রহমান পেয়েছেন ২৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম সরদার পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জব্বার সরদার পেয়েছেন ২৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল হক পেয়েছেন ১১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: সালাউদ্দিন পেয়েছেন ২১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইন উদ্দিন মন্টু পেয়েছেন ১৯৬ ভোট।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য দুইটি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট পরিদর্শন করেন,যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবিরুল হক সাবু,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, মোস্তফা কামাল মিন্টু, আহমদ আলী শাহীন, ইসমাইল হোসেন শান্তি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে সরফুদৌলা ছবলু,নির্বাচন পরিচালনায় সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদরের সিনিয়র সহ সভাপতি নাজমুল আহসান বাবুল,নগর যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার পারভেজ, নগর যুবদলের তুষার আহমেদ টগর, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা। নির্বাচনের ফলাফল শেষে নির্বাচিতদের শুভেচ্ছা জানান থানা ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী