Home রাজনীতিবিএনপি দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার আয়নাঘর ছিল: রিজভী

দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার আয়নাঘর ছিল: রিজভী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রতিটি কারাগার শেখ হাসিনার ‘আয়নাঘর’ ছিল। তার (শেখ হাসিনা) বিরুদ্ধে যারাই কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের সেই ঘরে বন্দী করে রাখা হতো। শুধু বিএনপি নেতা-কর্মী নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের ওপর জুলুম-নির্যাতন চলেছে।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় থাকতে শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। তার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল, জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গড়িমসি না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণের কাছে নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকবে। যেই ক্ষমতায় আসুক, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক।’

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী