Home আন্তর্জাতিক নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, ‘কোনো কিছুই তাকে বাধাগ্রস্ত করতে বা দমিয়ে রাখতে পারবে না’ এবং ইসরাইল এই যুদ্ধে ‘অবশ্যই জয়ী হবে’।

এর আগে, শনিবার সকালে ইসরাইলের সিসারিয়ায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

এ ঘটনার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু এবং ইংরেজি ভাষায় দুটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তাতে তিনি বলেন, ইসরাইলকে কেউ থামাতে পারবে না এবং এই যুদ্ধে ইসরাইল অবশ্যই জয়লাভ করবে।

এদিকে হামলার পর ইসরাইলি সরকারের পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানলেও, নেতানিয়াহু এবং তার স্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নেতানিয়াহুর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোন হামলার পাশাপাশি লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে মোট ৫৫টি প্রজেকটাইল (ক্ষেপণাস্ত্র) ছোঁড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় জনগণকে সতর্ক করা হয়।

গাজায় ইসরাইলি হামলার পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের উত্তরে বেশ কিছুদিন ধরে সংঘর্ষ চলছে।

সর্বশেষ এই হামলাটি তারই ধারাবাহিকতায় একটি বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে। ইসরাইলও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী