Home বাংলাদেশ ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া প্রতিবেদনটি ভুয়া

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া প্রতিবেদনটি ভুয়া

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যোগাযোগ করেন ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষের সঙ্গে। পত্রিকা কর্তৃপক্ষ জানায়,প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি তাদের করা নয়।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শফিকুল আলম তার ফেসবুকে পোস্টে সকলকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া ভুয়া প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শীর্ষ সেনা কর্মকর্তাসহ হাজারো সামরিক সদস্যকে বরখাস্ত করেছে।

ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েক দিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে। ওই ছাত্র সংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে এমন আজগুবি সব তথ্য পরিবেশন করা হয় , যাতে সরকারের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দুরত্ব বৃদ্ধি পায়।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী