Home বাংলাদেশ ডোমারে মীম টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনায় কুমিল্লা থেকে গ্রেফতার দুই জন

ডোমারে মীম টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনায় কুমিল্লা থেকে গ্রেফতার দুই জন

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সুনামধন্য প্রতিষ্ঠান মীম টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনায় কুমিল্লা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। মামলা সুত্রে জানাযায় গত ০২/১০/২৪ ইং তারিখে ভোর রাত্রীতে ডোমার সাহপাড়া সড়কে সুনামধন্য প্রতিষ্ঠান মীম টেলিকমে দুর্ধষ চুরির ঘটনা ঘটে। দোকানের তালা কেটে চোর চক্রের সদস্যরা প্রায় ৯০ লক্ষ টাকার মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ বিষয়ে দোকানের মালিক রিপন হক ঐদিন অজ্ঞাত নামা ৪/৫ জন চোরের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা নং-০২ দায়ের করে। ডোমার থানার পুলিশ এলাকার সিসি টিভি ফুটেজের সুত্রধরে আসমী সনাক্তের চেষ্টা চালায়।

এরই এক পর্যায়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল মাহামুদ, কাওছার আলী তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করতে থাকে। গত ১৯/১০/২০ইং তারিখে কুমিল্লা জেলার কোতয়ালী ময়না মতি ক্যান্টরমেন্ট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে তারা। গ্রেফতার কৃতরা হলেন শেরপুর জেলা সদর উপজেলার বাঘরাসা এলাকার মৃতঃ জালাল মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), অপরজন কুমিল্লা জেলার বাঙ্গরা থানার সোনাকান্দা ২১ নং ওয়ার্ড এলাকার
আব্দুল আউয়ালের ছেলে বাশির হোসেন বশির (২৮)।

পরে তাদের ডোমার থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের অফিসার দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে অনেক কস্ট করে কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে। তাদের তথ্য মতে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার কৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী