বাংলাপ্রেস ডেস্ক: ভারতের জম্মু এবং কাম্মীরের বারামুল্লাতে সন্ত্রাসী হামলায় দুই সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন জন। একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
ভারতীয় সেনাবাহনী চীনার কর্পস এক্স পোস্টে এ হামলার খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে প্রথমে সন্ত্রাসীরা বুতাপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। জম্মু এবং কাশ্মীরে একজন শ্রমিকের ওপর গুলি চালানোর ঘণ্টা খানেক পর সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে। গুলিতে আহত ওই ব্যক্তি হলেন পিতম সিং, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।
গত ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ওই এলাকায় সেনাবাহিনীর গাড়ির হামলার ঘটনা ঘটেছে। গত তিনদিন আগে ছয় নির্মাণ শ্রমিকসহ একজন ডাক্তারকে হত্যা করে সন্ত্রাসীরা। এদের মধ্যে দুজনকে একটি নির্মাণাধীন ভবনের টানেলে হত্যা করা হয়। নিহতরা হলেন- ডাক্তার শাহনেয়াজ, গুরমিত সিং, মোহাম্মাদ হানিফ, ফাহিম নাসির এবং কালেম।
ওই অঞ্চলের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ- অস্থানীয় শ্রমিকদের ওপর হামলাকে কাপুরুষিত জঘন্য হামলা বলে মন্তব্য করেছেন।
বিপি/টিআই