বাংলাপ্রেস ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, রাষ্ট্রপতি স্বপদে থাকার সব ধরনের অধিকার হারিয়ে ফেলেছেন। সবার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করে ছাত্র আন্দোলনের স্বপক্ষের রাষ্ট্রপতি নিয়োগের আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, রাষ্ট্রপতি যে কথা বলেছেন এতে দেশের জনগণ কষ্ট পেয়েছেন, তাতে বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তক্ষরণ হয়েছে।
রাষ্ট্রপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর। এই রাষ্ট্রপতিকে দিয়ে বৈষম্য দূর হবে না। গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়ন হবে না। এ কারণে এই রাষ্ট্রপতির পরিবর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষের একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। এর জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐকমত্য হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। এ সময় আইজিপির সঙ্গে ছিলেন সারজিস আলম।
বিপি/টিআই