Home বাংলাদেশ জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়

জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আগামী বছর ঈদুল ফিতরের ছুটির পর এসএসসি ও ঈদুল আজহার পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরমধ্যে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়া হতে পারে।

বড় কোনো অঘটন না ঘটলে এই দুই সময়ে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে চায় সরকার। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

রোববার (২৭ অক্টোবর) তিনি জানান, এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। আগামী বছর রমজান শেষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাই রোজা ও ঈদের ছুটির পর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সেভাবে প্রস্তুতি চলছে।

অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুনের শেষদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী