Home বাংলাদেশ জামালগঞ্জে মতবিনিময় সভা ও সম্প্রীতির সমাবেশ

জামালগঞ্জে মতবিনিময় সভা ও সম্প্রীতির সমাবেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ পিএফজির উদ্যোগে প্রশাসনের সাথে মতবিনিময় ও সম্প্রীতির সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে সমাবেশ অনুষ্টিত হয়।

জামালগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজির সদস্য অঞ্জন পুরকায়স্থ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রজেক্টের মাঠ সমন্বয়ক কুদরত পাশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। স্বাগত বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু আচার্য্য শম্ভু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সঞ্জিব বরুয়া, নয়াহালট জামে মসজিদের ঈমাম দিলোয়ার হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম সামছুল হক, উপজেলা কুষি অফিসার মো. আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা মৎস অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম সামছুল হক।

সম্প্রীতি সমাবেশ অনুষ্টানে প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সদস্যগণ ও রাজনৈতিক নেতা কর্মীরা একত্রে যে শান্তি-সম্প্রীতির কাজ করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। জামালগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আমিও আপনাদের সাথে আছি। আমি খবর নিয়ে জানি সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় এ কাজ করছে। আমি সরকারী কর্মকর্তা হিসেবে বলতে চাই পূর্বে যে ভাবে জামালগঞ্জ সম্প্রীতির বন্ধন ছিল, এখনও তাহা থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। এখানে বিভিন্ন পেশাজীবী রয়েছে, আমার সামাজিক সম্প্রীতি অনুষ্টান ভাল লেগেছে তাই এ আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাছ মুরাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল আমীন, পিএফহিজর নারী এ্যাম্বাসেডর বীণা রানী তালুকদার, পিএফজি সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা খানম, ওয়ালী উল্লাহ সরকার, ইয়থ মারুফ প্রমূখ।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী