Home বাংলাদেশ গৌরীপুরে ইমরান সীড বীজ ধান রোপন করে কৃষক প্রতারিত ক্ষতিপূরণ দাবী

গৌরীপুরে ইমরান সীড বীজ ধান রোপন করে কৃষক প্রতারিত ক্ষতিপূরণ দাবী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৩১অক্টোবর ( বৃহস্প্রতিবার) ইমরান সীডস্ বীজধান ব্রি ধান ১০৩ রোপন করে কৃষক প্রতারিত, ক্ষতিপূরণ দাবী ।

উপজলার মইলাকান্দা ইউনিয়নের মধ্য কাউরাটের মোঃ হারুনূর রশীদ ও মোঃ আঃ হেলিম ৮০ শতাংশ ভূমিতে ইমরান সীডস্ বীজধান চলতি আমন মৌসুমে ধান রোপন করে। উল্লেখিত কৃষকদ্বয় গৌরীপুর মধ্যবাজারে মানিক ট্রেডার্সের মালিক হাজী মানিকের দোকান থেকে ব্রি ধান ১০৩ এর ২ কেজির পেকেট ২০০ টাকা মুল্য নির্ধারন করা আছে। কিন্ত নির্ধারিত মুল্য লিখা থাকলেও ৩৩০ টাকা করে ক্রয় করে বীজ বপন করেন। পরে বীজ তলা থেকে চারা রোপন করার

৩০ দিনের মধ্যে ধানের থৌর চলে আসে। এতে ধানে চিটা হয়ে গাছ মরে যায়। এ আমন মৌসুমে কৃষকদ্বয় জানান, উল্লেখিত জমিতে ৫০/৬০ মন ধান হয়ে থাকে। আমরা এ বেজাল ধান রোপন করাতে ফসলের ব্যাপক ক্ষতিপূরণ হয়েছে।

তারা উক্ত ধান বীজ কম্পানীর নিকট ক্ষতি পুরন দাবী করেন।

উপসহকারী কৃষি কর্মকতা আকিকুরন্নাহার জানান, বীজের মান গুনগত ভাল নয় বিধায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে হাজী মানিক বলেন, অন্য দোকান থেকে বীজ পেকেট কিনে বিক্রি করে থাকেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী