কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ২৭ অক্টোবর সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ ও কঠোর ভাবে মনিটরিং করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে পলিথিন ব্যাগ মজুদ ও বাজারজাত করণের দায়ে চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি বলেন, অভিযানের প্রথম দিন সকলের মাঝে পলিথিন ব্যাবহারের কুফল ও সরকারের পলিথিন নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
উল্লেখ, গত দুই দশক আগে ২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ হয় বাংলাদেশে। পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সফল মিলেই সে আইনে। এরপর আবার আলোচনায় আসলে, ২০১০ সালে করা হয় আরেকটি আইন কিন্তু এই আইনও বাস্তবে কোনো কাজ দেয়নি বরং দুই দশকে কমার চেয়ে উৎপাদক ও ব্যবহার বেড়েছে উল্লেখ যোগ্য হারে।
বিপি/টিআই