বাংলাপ্রেস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৮ নভেম্বরই লন্ডন যাচ্ছেন তিনি।
রোববার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল থেকে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন।
এর আগে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ জানিয়েছিল ৮-১০ নভেম্বরের মধ্যে লন্ডন যাবেন খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হয়েছে। গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন সাবেক এ প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, প্রথমে তাকে লন্ডন নেয়া হবে। সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেয়া হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য যাবেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তার সঙ্গে চিকিৎসক-নার্সসহ আত্মীয়-স্বজন যারা যাবেন তা জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দু-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
বিপি/কেজে