Home বাংলাদেশ হাসিনাসহ ৫ নেতার প্রতীকী ফাঁসি

হাসিনাসহ ৫ নেতার প্রতীকী ফাঁসি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রতীকীভাবে ফাঁসি দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ পাঁচ নেতার। আজ সোমবার দুপুর ২টায় টিএসসির পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পরপর পাঁচটি কুশপুতুলে পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও অন্য যাদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে তারা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী