বাংলাপ্রেস ডেস্ক: ভারতের একটি মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে পড়া পানি পানের জন্য ভিড় করেছেন ভক্তরা। তাদের ধারণা, ওই পানি ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি। তবে আসলে ওই পানি বের হচ্ছে এসি থেকে। এ পানি পান করার ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি পানি পানের সংবাদ ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
দ্যা ইকোনোমিকস টাইমস এ বলা হচ্ছে, বাঁকে বিহারী মন্দিরে ভক্তরা এসি জলকে পবিত্র ‘চরণ অমৃত’ বলে ভুল করেছেন। আনন্দবাজারসহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে। সম্প্রতি সামজিক যোগাযোগমাধ্যমে এই পানি পানের ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।
বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। আবার অনেকেই হাতের তালুতে এ পানি নিয়ে পান করছেন, মাথায়ও ছিটিয়ে দিচ্ছেন।
আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।
বিপি/টিআই