Home বাংলাদেশ গৌরীপুরে একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

গৌরীপুরে একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ৫ নভেম্বর) একদিনে (২৪ ঘণ্টায়) তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার।

তিনি জানান, দৌলতপুর এলাকার চান মিয়া ও কলতাপাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পৌর শহরের কলাবাগান এলাকায় জয় কুমার সিংহের লাশ তার মায়ের আবেদেনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বড়বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মো. বিপুল মিয়ার স্ত্রী।

নিহতের বাবা ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল লতিফ জানান, আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে বিপুল মিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বা মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রচার করে। আমাকে জানায়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, নিজের ব্যবহৃত ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবার বলেছে আমাকে। ফাঁস থেকে নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় জান্নাতুল মারা যায় বলেছে। এটা আমার নিকট বিশ্বাস হয়না। কেননা মেয়ের কান দিয়ে রক্ত বের হচ্ছে। সম্ভবত মাথায় আঘাতের কারণে কান দিয়ে রক্ত বের হচ্ছে। সে কারণেই তার মৃত্যু হয়েছে। তার স্বজনরা জানান, জান্নাতুলের শরীরের মেহেদী রঙ মুছে নাই, ওর শরীরে হৃদয়ের রঙ বিবর্ণ হয়নি এর আগেই লাশ হয়ে গেছে ফুটফুটে মেয়েটি। নিহতের বাবা আব্দুল লতিফ জানান, আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।

অপরদিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের চান মিয়া (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড মেম্বার মো. ওয়াসিম আকন্দ। পরিবার সূত্র জানায়, শনিবার (২৬ অক্টোবর) ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)। স্বজনরা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে উপজেলা পৌর শহরের কালিপুর মধ্যম তরফ (কলাবাগান) মহল্লার এলাকায় জয় সিংহ (২৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত রতন কুমার সিংহের ছেলে।

পরিবার সূত্র জানায়, সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা বানী রানী সিংহ এর আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী