সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আত্নশক্তি বলিয়ান ব্যাক্তি কখনও দারিদ্র হতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে ভিডিটি ফলো আপ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে ফলো আপ সভা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ভিডিটি কমিটির ফলো আপ সভায় সভাপতিত্ব করেন দুলর্ভপুর গ্রাম উন্নয়ন দলের সভাপতি মো: মঞ্জুরুল হক আফিন্দী।
সাধারণ সম্পাদক মঈনুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিটির সদস্য বীরমুক্তি যোদ্ধা ইব্রাহিম মিয়া, ইয়থ কো অডিনেটর কামরুল হাসান, তারেক রহমান, নারীনেত্রী কাজল, জাহানার প্রমুখ। সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী বলেন, আমাদের গ্রাম উন্নয়ন দল সক্রিয়, আমরা সকলেই গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সকলে মিলে সমাধানের চেষ্টা করি, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, পারিবারিক নির্যাতন বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ। স্থানীয় সরকার শক্তি করণ প্রকল্প নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছিল। এখন আমরা এসডিজি ইউনিয়ন গড়তে কাজ করছি। স্থায়ীত্বশীল উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে। আমরা বর্তমান সরকারের নির্বাচনের প্রধান সমন্বায়ক ড. বদিউল আলম মজুমদার স্যারে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিপি/কেজে