Home বাংলাদেশ দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী!

দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী!

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবায় দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী। এতে করে ইতি রানী ও সোমরু রায় দম্পতি অত্যান্ত খুশি।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হাজেরার ডাঙ্গা সাহাপাড়া এলাকার বাসিন্দা ইতি রানী ও সোমারু রায় দম্পতির বিয়ে হয় বিগত ১৫ বছর পূর্বে। সেই থেকে দেশের বিভিন্ন জেলার ডাক্তারী, কবিরাজীসহ ঝাড়ফুক করে সন্তানের মা হতে না পারায় তাদের সংসার ভাঙতে বসেছে প্রায়। শেষে নিকটতম আত্নীয় পরামর্শে ডোমার পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবা গ্রহন করে তারা। অবশেষে সন্তান গর্ভেধারন করে ইতিরানী। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ বেবী ছেলে ও মেয়ে সন্তানের জন্ম হয়। এতে করে ইতি রানী ও সোমারু রায় দম্পতির আনন্দের যেন শেষ নেই। সৃষ্টিকর্তা এবং ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাস বলেন, তাদের চিকিৎসাটি আমার কাছে একটি চ্যলেঞ্জ ছিল, আমি তাতে সফল হতে পেরেছি, মা ও শিশু সকলে সুস্থ্য রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মামুনুর রশিদ বসুনিয়া সজীব জানান, ডোমার পপুলার হসপিটালের শুরু
থেকে একাধীক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসার মান উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী