বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে কঠোর নিরাপত্তা অবরোধ আরোপ করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আয়োজিত দেশব্যাপী ‘ফাইনাল কল’ প্রতিবাদের অংশ হিসেবে ইসলামাবাদে মার্চ করার ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। রাজধানীতে প্রবেশের প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বড় বড় কন্টেইনার বসিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের দাঙ্গা মোকাবিলার সরঞ্জামসহ মোতায়েন করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে, পিটিআই নেতারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দলের নেতারা ইমরান খানসহ অন্য সব গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআই নেতা আলী আমিন গ্যান্দাপুর জানান, তাদের দল ইসলামাবাদের রেড জোনে অবস্থান নেবে। সেখানে পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর, এবং বিদেশি দূতাবাসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত।
আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানিয়েছেন, ইসলামাবাদে মহাসড়ক এবং মোটরওয়ে ব্লক করা একটি নজিরবিহীন পদক্ষেপ। কিছু বিক্ষোভকারী বাধা পেরিয়ে নৌকা ব্যবহার করে নদী পার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইমরান খানের মুক্তির দাবিতে পুরো পাকিস্তানে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপি/টিআই