বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার দ্রুতই যথাযথ ব্যবস্থা নেবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ‘গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। ’
তিনি আরও লেখেন, ‘সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানী থেকে আটক হন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। গতকাল তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হলে তার মুক্তির দাবিতে সেখানে জড়ো হন ইসকন সদস্যরা। পরে শাহবাগ থানায় আনা হলে সেখানে জড়ো হন তারা।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে তাকে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান আড়াই ঘণ্টা আটকে রাখে ইসকন সদস্যরা। পরে ২টা ৪৫ মিনিটে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর ইসকন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। তারা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাচ ভাঙচুর করার অভিযোগ করেন মুসল্লিরা। এ ছাড়া আইনজীবীদের তিনটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিপি/কেজে