Home খেলা স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ এশীয় (এসএ) গেমসে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। আজ সোমবার মস্তিষ্কে রক্ষক্ষরণজনিত কারণে দুপুর সোয়া ২টায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে বলেন, ‘আমার সাদিয়া আর নেই।দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।’

এর আগে ২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে সাদিয়া সুলতানা স্বর্ণ জিতেছিলেন। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। তবে ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

সাদিয়ার মৃত্যুতে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন শোক প্রকাশ করেছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী