Home বাংলাদেশ শার্শায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শার্শায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরে শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২:৩০ মিনিটে বুরুজ বাগান হাই স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে লালদল ফুটবল বনাম সবুজদল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

কয়েক হাজার দর্শক পরিপূর্ণ মাঠে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে একে অপরের সাথে লড়াইয়ে খেলার প্রথমার্ধে গোল শুণ্য শেষ হয়। বিরতির পর সবুজ দলের তৌফিক একটি গোল করে দলকে এগিয়ে নেয়। খেলার শেষ মুহূর্তে সবুজ দলের বাবু আরো একটি গোল করলে দুই শুণ্য গোলে সবুজদল জয় লাভ করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সবুজ দলের তৌফিক। খেলার শেষে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন,প্রধান অতিথি শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির।

অতিথি হিসাবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায় কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,আহবায়ক কমিটির সদস্য মানুনুর রশিদ মামুন,উপজেলা বিএনপি’র আহ্বায় কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ,ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিয়ার রহমান ,নিজামপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক আঃ রউফ মন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, শ্রমিক দলের সিরাজুল ইসলাম প্রমুখ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী