বাংলাপ্রেস ডেস্ক: সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দুদিন দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুদিন ধরে এ অবস্থা চলছে। চলতি সপ্তাহের শেষে এ জেলায় আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সূর্যের দেখা না মেলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন। শীত উপেক্ষা করে রিকশা–ভ্যান নিয়ে শহরে এসে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না চালকেরা।
বিপি/টিআই