নোমান সাবিত: অস্কারের পর বিনোদন জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে। আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা সিনেমাসহ (মিউজিক্যাল অথবা কমেডি) একাধিক পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা মোশন পিকচারস, সেরা অভিনেত্রী বিভাগের পাশাপাশি সর্বাধিক চারটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবার গোল্ডেন গ্লোবস-এ কারা পুরস্কার জিতেছেন- একনজরে দেখে নিন তালিকা।
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যানা সোয়াই, সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): হ্যাকস, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট, সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: বেবি রেইন্ডিয়ার. সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): কলিন ফারেল, সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): জোডি ফস্টার, সেরা পার্শ্ব অভিনেতা: তাদানোবু আসানো, সেরা পার্শ্ব অভিনেত্রী: জেসিকা গানিং, সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স: আলি ওয়াং এবং ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): টেড ড্যানসন।
বিপি।এসএম