Home বাংলাদেশ শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বিচারের জন্য তাকে ঢাকা ফেরত চাইলেও তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বুধবার (০৮ জানুয়ারি) এ বিষয়ে জানাশোনা আছে এমন ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা। তিনি এখন দিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন। তবে দেশ ছেড়ে পালানোর পর থেকে আড়ালে চলে গেছেন হাসিনা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে হাসিনা যেন আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি। কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সুযোগ নেই।

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে তাদের লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও)।

এর আগে গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি চিঠি দেয় বাংলাদেশ। চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো জবাব দেয়নি নয়াদিল্লি।

গত ৩ জানুয়ারি হিন্দুস্থান টাইমস জানায়, ভারত সরকার হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশের অনুরোধ সাড়া দেবে, এমন সম্ভাবনা কম। এ বিষয়ে জ্ঞাত ব্যক্তিদের দাবি, বিষয়টি এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা।

গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার পরের দিন গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে পাসপোর্ট অধিদপ্তর। এমন পরিস্থিতির মধ্যেই মোদি সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে জানা গেল।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী