Home আন্তর্জাতিক কানাডাকে অঙ্গরাজ্য দেখিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র বানালো ট্রাম্প

কানাডাকে অঙ্গরাজ্য দেখিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র বানালো ট্রাম্প

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক:  কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন। সেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এর আগে তিনি বারকয়েক কানাডাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ট্রাম্প লিখেছিলেন যে কানাডার অনেক নাগরিক দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। কানাডাকে ভাসিয়ে রাখার জন্য যে বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেয়া দরকার তা মার্কিন যুক্তরাষ্ট্র আর ভোগ করতে পারে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন। ফলে তিনি পদত্যাগ করেছেন।

সোমবার ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তার দল লিবারেল পার্টির মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ এবং জনগণের সমর্থন কমে যাওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ট্রাম্প কানাডাকে প্রস্তাব দিয়েছিলেন, যেন উভয় দেশ একীভূত হয়ে যায়। তিনি আহ্বান জানিয়েছিলেন যে এতে তাদের শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যাক্স কমানো হবে এবং বাণিজ্যিক বাধা দূর করা যাবে।

তিনি আরো বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয়ে যায়, তাহলে তাদের জন্য ট্যাক্স বা কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তারা তখন রাশিয়া ও চীন থেকে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে।

তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। তিনি এক বিবৃতিতে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমাদের উভয় দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার উপকৃত হচ্ছি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিও ট্রাম্পের এই প্রস্তাবনার নিন্দা জানিয়েছেন। এগুলোকে তিনি কানাডাকে সম্পূর্ণভাবে বুঝার অভাব বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমাদের অর্থনীতি শক্তিশালী। আমাদের জনগণ শক্তিশালী। হুমকির মুখে আমরা কখনো পিছপা হব না।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী