Home আন্তর্জাতিক টেক্সাসে ট্যাংকার ট্রাকের ভেতর থেকে ১৮ জন অভিবাসী উদ্ধার

টেক্সাসে ট্যাংকার ট্রাকের ভেতর থেকে ১৮ জন অভিবাসী উদ্ধার

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: টেক্সাসের সীমান্ত থেকে কয়েকশো মাইল দূরে একটি ট্যাংকার ট্রাকের ভেতর থেকে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে টেক্সাসের উত্তরে গুয়াদালুপ কাউন্টির একটি মহাসড়কের র‍্যাম্পে ট্রাকটি থামানোর পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গুয়াদালুপ কাউন্টি শেরিফ জানায়, ট্রাকটির ট্যাংকের ভেতর এই ১৮জন অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছিল।
বুধবার বিকেলে সীমান্ত থেকে প্রায় ২৭০ মাইল উত্তরে গুয়াদালুপ কাউন্টিতে একটি মহাসড়কের র‍্যাম্পে ট্রাকটি থামানো হয়। শেরিফের কার্যালয়ের ফেসবুক পোস্ট অনুযায়ী, এটি সান আন্তোনিওর উত্তর-পূর্বে সেগুইন শহরের কাছে থামানো হয়।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) -এর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘পর্যবেক্ষণের সময় ডেপুটি জানতে পারেন যে ট্যাংকারের ভেতর ১৮ জন অবৈধ অভিবাসী লুকিয়ে রয়েছেন। পরে তাদের সবাইকে ট্যাংক থেকে বের করা হয়।
এইচএসআই কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা ইকুয়েডর, এল সালভাদর, মেক্সিকো, হন্ডুরাস এবং গুয়াতেমালার নাগরিক।
শেরিফের কার্যালয়ের রিপোর্ট অনুযায়ী, অভিবাসীদের কারো কোনো শারীরিক আঘাত ছিল না। তাদের খাবার ও পানি দেওয়া হয় এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে পাঠানো হয়।:
তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে উল্লেখ করেন এইচএসআই কর্মকর্তারা।

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী