Home আন্তর্জাতিক ছোটখাটো অপরাধ করলেই যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার

ছোটখাটো অপরাধ করলেই যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার

মার্কিন হাউজে অভিবাসী আইন পাস

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

আবু সাবেত: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস গত মঙ্গলবার (৭ জানুয়ারি) একটি বিল পাস করেছে। যাতে ছোটখাটো অপরাধে অভিযুক্ত হলেই অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসনের কথা বলা হয়েছে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ এই বিলটি প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সীমান্তে কঠোর নীতি কার্যকরের প্রতিশ্রুতি পূরণের প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পাস হওয়া এ বিলটি ৪৮ জন ডেমোক্র্যাট এবং সমস্ত রিপাবলিকানের সমর্থন পেয়েছে। এটি সিনেটেও উভয়পক্ষীয় সমর্থন পেয়েছে এবং শুক্রবার তা আলোচনায় উঠে। বিলটির নামকরণ করা হয়েছে ল্যাকেন রিলি। যিনি জর্জিয়ায় একজন অবৈধ অভিবাসীর হাতে নিহত হন।
ল্যাকেন রিলি ছিলেন একজন ২২ বছর বয়সী নার্সিং শিক্ষার্থী। যাকে এক অভিবাসী হত্যার আগে দোকানে চুরির অভিযোগে আটক করা হয়েছিল কিন্তু তাকে আটক রাখা হয়নি।
বিলটি অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থাগুলোকে (আইসিই) নির্দেশ দেবে যে, চুরি, ডাকাতি বা লুটপাটের মতো অভিযোগে অভিযুক্ত অভিবাসীদের আটক রাখতে হবে এবং নির্বাসনের জন্য যোগ্য ঘোষণা করতে হবে। এটি এমন অভিবাসীদের লক্ষ্য করছে যারা ছোটখাটো অপরাধ করে সমাজে ঝুঁকি তৈরি করে।
বিলটি আরও একটি বিধান যুক্ত করেছে যা রাজ্যের অ্যাটর্নি জেনারেলদের মার্কিন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলা করার অধিকার দেবে, যদি অবৈধভাবে প্রবেশ করা অভিবাসী অপরাধে লিপ্ত হন এবং সমাজে ক্ষতি করেন।

রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্স বলেন, ‘আইসিই এই ধরনের অপরাধীদের আটক রাখতে এবং নির্বাসন করতে অক্ষম। আমাদের এসব অপরাধীকে রাস্তায় থেকে সরাতে হবে।’
অন্যদিকে, ডেমোক্র্যাটরা বিলটির সমালোচনা করেছেন। প্রতিনিধি প্রমিলা জয়াপাল বলেন, ‘মানুষ আদালতে তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। সবাইকে অপরাধী হিসেবে ধরে নেওয়া উচিত নয়।’ ডেমোক্র্যাটদের মতে, বিলটি অত্যন্ত বিস্তৃত এবং নির্দোষ মানুষদেরও ভুলভাবে আটক করার ঝুঁকি তৈরি করবে।
ডেমোক্র্যাটরা আরও অভিযোগ করেছেন যে রাজ্যের অ্যাটর্নি জেনারেলদের মামলা করার অধিকার দেওয়া অসাংবিধানিক।
নিউ ইয়র্কের প্রতিনিধি জেরল্ড নাডলার বলেন, ‘এই বিলটি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তকে উপেক্ষা করছে যা রাজ্যগুলিকে ফেডারেল সরকারের অভিবাসন নীতি চ্যালেঞ্জ করতে নিষেধ করেছে।’
বিলটি পাস হওয়ার পর অভিবাসন নীতির ক্ষেত্রে নতুন আলোচনা তৈরি হয়েছে। রিপাবলিকানরা বলছেন, এটি একটি জরুরি পদক্ষেপ। তবে, ডেমোক্র্যাটরা এর আইনি এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিলের পরিণতি কী হতে পারে এবং এটি কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী