Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস

নিউ ইয়র্কে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একজন এমটিএ বাস চালক অলৌকিকভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে চালক অক্ষত অবস্থায় ছিলেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ব্রঙ্কসের একটি পার্কওয়ে ওভারপাস থেকে প্রায় পড়ে যাওয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, বাসের সামনের অংশটি বিপজ্জনকভাবে দেয়ালের ওপর ঝুলে আছে এবং নীচের রাস্তায় ধসে পড়া পাথরের বড় টুকরোগুলো পড়ে রয়েছে। ঘটনাস্থলে দমকলকর্মীদের জড়ো হতে দেখা যায়।
হেনরি হাডসন পার্কওয়ের পাথরের দেয়াল টপকে বাসটি স্কিড করে যায়। ঘটনাটি স্পাইটেন ডুভিল এলাকায় কাপক স্ট্রিটের কাছে সকাল ৮:৪০ মিনিটের কিছু পরে ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারান, একটি মোড় মিস করেন এবং দেয়ালের ওপর দিয়ে গাড়ি স্কিড করে যায়। বাসটিতে যাত্রী ছিল কি না, তা এখনও পরিষ্কার নয়।
পুলিশ জানায়, সংঘর্ষের প্রায় আধা ঘণ্টা পরে চালককে নিরাপদে বাস থেকে বের করে আনা হয়। সংঘর্ষে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
২০১৩ সালে, একটি মেট্রো-নর্থ ট্রেন স্পাইটেন ডুভিল স্টেশনের উত্তরে সীমা অতিক্রম করে প্রায় তিনগুণ গতিতে একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার পর লাইনচ্যুত হয়। সেই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিল।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী