শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: ঘনকুয়াশা থাকায় দেবীগঞ্জে বিভিন্ন সড়কগুলোতে হেড লাইট জালিয়ে যানবাহন চলাচল করছে। তীব্র শীতে নিম্ন আয়ের লোকজন কাহিল পড়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। কাজে যোগ দিতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে।এদিকে সকালে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হতে না হতেই শুরু হয় উত্তরের হীম বাতাস ও সেই সাথে বাড়ছে তীব্র শীত। রাত থেকে সকাল পর্যন্ত ঘুরি ঘুরি বৃষ্টির মত কুয়াশা পরছে। লোকজন সন্ধার পরপরই বাজারের কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছে। আজ মজ্ঞলবার সকাল ৯ টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিপি/কেজে